ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়র পদে ১০ ও কাউন্সিলর পদে ১৪৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৫:২৩, ২৬ জুন ২০১৮

মেয়র পদে ১০ ও কাউন্সিলর পদে ১৪৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন, সে সঙ্গে চলছে প্রচারণাও। প্রতিটি ওয়ার্ডে প্রার্থীরা বৈঠক করছেন। দলীয় প্রার্থীরা কর্মী সমর্থক নিয়ে সভা করছেন। নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, মুক্তাদির হোসেন, সিপিবি বাসদ সমর্থিত প্রার্থী আবু জাফর এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, এহসানুল মাহবুব তাহের ও ডাঃ ময়োজ্জেম হোসেনসহ এ পর্যন্ত ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নগরীর ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহ অব্যাহত রয়েছে। গত ১৩ জুন থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। এদিকে বিএনপির সিলেট সিটিতে প্রার্থী মনোনয়ন নিয়ে সময়ক্ষেপণের কারণে নানান আলোচনা হচ্ছে নেতা কর্মীদের মধ্যে। কে হচ্ছেন প্রার্থী? এই প্রশ্ন সবার কাছে। কেন বিলম্ব হচ্ছে? ২১ জুন বিকেলে মেয়রপদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ শেষ করেও এখনও প্রার্থী চুড়ান্ত করার ঘোষণা দেয়া হয়নি। একটি সূত্র জানিয়েছে দলের কেন্দ্রীয় কমিটির একাধিক শীর্ষ নেতা আরিফের পক্ষে ও যুক্তরাজ্যে অবস্থানরত এক শীর্ষ নেতা বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দেয়ার পক্ষে থাকায় বিষয়টি নিয়ে টানাটানি চলছে দলের ভেতর। এ নিয়ে মতৈক্যে পৌঁছতে না পারায় রবিবার অন্য দুই সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হলেও সিলেটের নাম ঘোষণা করা হয়নি। অবশ্য বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, সোমবার সিলেটে দলীয় প্রার্থীর ব্যাপারে ঘোষণা দেয়া হবে। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
×