ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২৭ ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা

প্রকাশিত: ০৫:২২, ২৬ জুন ২০১৮

২৭ ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী যারা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ বিসিসি নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় নগরীর ২০, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ড ব্যতীত ২৭ জন প্রার্থীর নাম রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাকি তিনটি ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী কে হচ্ছেন বিষয়টি এখনও (সোমবার বিকেল পর্যন্ত) নিশ্চিত হওয়া যায়নি। মনোনীত ২৭ প্রার্থীরা হচ্ছেন, নগরীর ১ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ডে মাইনুল, ৩ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বাদশা, ৫ নম্বর ওয়ার্ডে নাদের হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে আক্তারুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম খোকন, ৮ নম্বর ওয়ার্ডে সুরঞ্জিৎ দত্ত লিটু, ৯ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান মাসুম ভূঁইয়া, ১০ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন ভুলু, ১৩ নম্বর ওয়ার্ডে মেহেদী পারভেজ আবির, ১৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুর রহমান ছাবিদ, ১৫ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন খান লাভলু, ১৬ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন খান বাদশা, ১৭ নম্বর ওয়ার্ডে গাজী আকতারুজ্জামান হিরু, ১৮ নম্বর ওয়ার্ডে মিঞা মোঃ কামরুজ্জামান সোনা, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২১ নম্বর ওয়ার্ডে সাঈদ আহম্মেদ মান্না, ২২ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ, ২৪ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান শরিফ, ২৫ নম্বর ওয়ার্ডে এম সাইদুর রহমান জাকির, ২৬ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির, ২৭ নম্বর ওয়ার্ডে রশিদ হাওলাদার, ২৮ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন এবং ৩০ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, এটাই চূড়ান্ত তালিকা নয়। পরবর্তীতে তালিকায় কিছুটা পরিবর্তন আসতে পারে। বরিশালে ফিরেছেন সাদিক আব্দুল্লাহ ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশালে ফিরেছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহকে বরণ করে নেয়ার জন্য বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে নির্বাচনী কৌশল হিসেবে সাদিক আব্দুল্লাহ কাউকে কিছু না জানিয়ে ২৪ জুন দুপুরে বিমানযোগে বরিশালে এসে পৌঁছেছেন। ওইদিন বিমানবন্দর থেকে প্রাইভেটকারযোগে নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসভবনে আসেন সাদিক আব্দুল্লাহ। বরিশালে বিএনপির আনন্দ মিছিল ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবদল ও সেচ্ছাসেবক দল। প্রথম নারী মেয়র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ॥ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম নারী মেয়র প্রার্থী জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনায়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় তার সঙ্গে বিভিন্ন শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
×