ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

প্রকাশিত: ০৫:১৬, ২৬ জুন ২০১৮

শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণে নীতি-নির্ধারকগণের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহমেদ হাসান হাবিব, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ। কুকুরের কামড়ে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ জুন ॥ সোমবার সকালে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছে । এদের মধ্যে আহত তিন শিশুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলোÑঅনিক, বায়েজিদ ও সাফিন। অপর একজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কুকুরের কামড়ে ২০টি ছাগল ও গরুও আহত হয়েছে। ফলে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। এলাাকাবাসী জানান, উক্ত এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
×