ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আড়াই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী সোনালী

প্রকাশিত: ০৫:১৫, ২৬ জুন ২০১৮

আড়াই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী সোনালী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে আড়াই মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী সোনালী রায়। দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের দরিদ্র কৃষক পুলিন চন্দ্র রায়ের কন্যা বড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সোনালী রায় ১৪ এপ্রিল তার বড় বোন অসুস্থ রূপালী রায়কে দিনাজপুর শহরের শাহানা ক্লিনিকে দেখতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ সাদিপুর মাগুরমারী গ্রামের মোঃ জয়নালের পুত্র রবিউল ইসলাম, দক্ষিণ মহেষপুর গ্রামের রবিন চন্দ্র রায়ের পুত্র পঞ্চম রায়, দক্ষিণ সাদিপুর গ্রামের মোঃ সেলিমসহ অন্যরা সোনালী রায়কে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে কৃষক পুলিন চন্দ্র আসামিদের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কিন্তু আড়াই মাসেও পুলিশ অপহৃত স্কুলছাত্রী সোনালীকে উদ্ধার করতে পারেনি। চট্টগ্রামে শতাধিক অবৈধ দোকানঘর উচ্ছেদ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় পরিচালিত অভিযানে ফুটপাথে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে ফুটপাথ এবং নালা দখলমুক্ত করে। জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় নগরীর লালখান বাজার মোড় সংলগ্ন ফুটপাথ, ডিটি রোডের মুনসুরাবাদ এবং সাগরিকা রোড এলাকায়। অভিযানে ফুটপাথ এবং নালা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাটসহ শতাধিক দোকান এবং দোকানের বর্ধিত অংশ অপসারিত হয়। এর মাধ্যমে দখলমুক্ত হয় ফুটপাথ এবং নালা। বারবার সরে যাওয়ার নির্দেশ দেয়া সত্ত্বেও ভাসমান ব্যবসায়ীরা সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করতে হয়।
×