ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অনিক হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৫, ২৬ জুন ২০১৮

চট্টগ্রামে অনিক হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চট্টেশ্বরী এলাকায় গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবু জাফর অনিক (২৬) হত্যা দুই আসামি ভারতে গ্রেফতার হয়েছে। কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় আত্মগোপনে ছিল এ দুই আসামি। শুক্রবার রাতে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে। প্রয়োজনীয় সকল প্রক্রিয়া শেষে এদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন জানান, যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে তারা হলো মহিউদ্দিন তুষার (৩০) এবং এখলাস (২২)। হত্যাকা-ের পর গ্রেফতার এড়াতে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গিয়েছিল। অনিক হত্যা মামলার এই দুই আসামিকে ভারতীয় পুলিশ গ্রেফতারের পর বেনাপোল সীমান্তে বাংলাদেশ পুলিশের কাছে সোপর্দ করে। উল্লেখ্য, গত ১৭ জুন রাতে চট্টগ্রাম নগরীর পল্টন রোডে ছুরিকাঘাতে খুন হন আবু জাফর অনিক। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের পুত্র। পেশায় অনিক ছিলেন একজন গাড়ি চালক। সে দিন বিকেলে গাড়ি চালানোর সময় হর্ন বাজানোকে কেন্দ্র করে অনিকের ছোট ভাই আবু হেনা রনির সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় কিছু যুবকের। এ ঘটনার জের ধরে রাত ৮টার দিকে সমস্যা সমাধান করতে যান তার বড় ভাই ও বাবা। সেখানে বাবার সামনেই অনিককে ছুরিকাঘাত করে চলে যায় মহিউদ্দিন তুষার এবং তার সহযোগীরা। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এই যুবককে মৃত ঘোষণা করেন।
×