ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় গাছচাপায় ২ ছাত্রের মৃত্যু, আহত ১

প্রকাশিত: ০৪:৪৪, ২৬ জুন ২০১৮

পাবনায় গাছচাপায় ২ ছাত্রের মৃত্যু, আহত ১

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ জুন ॥ রাস্তা সংস্কারের জন্য গাছ কাটার সময় চাপা পড়ে ২ স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর ১ ছাত্রকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে সুজানগর হাসপাতালের পিছনের রাস্তায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে সুজানগর হাসপাতালপাড়ার বসু হালদারের ছেলে ও স্থানীয় সুজানগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র কিশান হালদার ও একই বাড়ির বাসু হালদারের ছেলে সুজানগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র রুপম হালদার। অপর ছাত্র শিমুলকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, হাসপাতালের পিছনের রাস্তা সংস্কার করার জন্য ঠিকাদার ভেকুগাড়ি দিয়ে রাস্তার পাশের বড় গাছ কাটছিল। এ সময় রাস্তার পাশর্^বর্তী মাঠে ওই শিশুরা খেলাধুলা করা অবস্থায় দুটি সুপারীগাছ তাদের গায়ের ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী স্কুলছাত্রদের দ্রুত সুজানগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিশান হালদারকে মৃত ঘোষণা করে। অপর দুইজন স্কুলছাত্র শিমুল হালদার ও রুপম হালদারের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেবার পথে রুপম হালদার মারা যায়। বর্তমানে শিমুল পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ ঘটনার পরপরই সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, ইউএনও সুজিৎ দেবনাথ, পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেকুগাড়ির চালককে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
×