ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার সাজিউড়া স্কুল

জরাজীর্ণ ভবনে পাঠদান ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৪:৪৪, ২৬ জুন ২০১৮

জরাজীর্ণ ভবনে পাঠদান ॥ দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ জুন ॥ জেলার কেন্দুয়া উপজেলার সাজিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে চরম ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম। জানা গেছে, ১৯৯৫ সালে সাজিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ পাকা ভবনটি নির্মাণ করা হয়। নিম্নমানের নির্মাণ কাজের কারণে মাত্র ২৩ বছরের মাথায়ই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। গত শনিবার বেলা ১২টা ৫ মিনিটের সময় বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও পঞ্চম শ্রেণীর কক্ষের ছাদ এবং ভিমের অংশবিশেষ ধসে পড়ে। প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, ওই দিন সাড়ে ১১টার সময় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়। সাড়ে ১২টায় পঞ্চম শ্রেণীর ক্লাস নেয়ার কথা ছিল। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢোকার কিছুক্ষণ আগেই এ ঘটনা ঘটে। ফলে অনেকটা সৌভাগ্যক্রমে শিক্ষার্থীরা বেঁচে যায়। এদিকে ভবনের অন্য দুটি কক্ষও জরাজীর্ণ হয়ে পড়েছে। দেখা দিয়েছে একাধিক ফাটল। ফলে ওই দুটি কক্ষেও ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। প্রধান শিক্ষক জানান, আর কোন ভবন না থাকায় এ মুহূর্তে বিকল্প কোন ব্যবস্থাও গ্রহণ করা যাচ্ছে না। তিনি জানান, ভবন জরাজীর্ণ হওয়ার বিষয়টি গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বিদ্যালয়ের গ্রেডিং সম্পর্কিত এক সভায় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া সোমবার তা পুনরায় লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়। কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক জানান, প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানার পর আমরা স্থানীয় উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি বিদ্যালয়টি সরজমিনে পরিদর্শন করার জন্য। প্রকৌশলী যে কয়টি কক্ষ পরিত্যক্ত ঘোষণার মতামত দেবেন- আমরা সে কক্ষগুলো আপাতত পরিত্যক্ত ঘোষণা করব। পরবর্তীতে জরুরী তহবিল সংগ্রহ করে তা মেরামতের উদ্যোগ গ্রহণ করব।
×