ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেদে জনগোষ্ঠীর উন্নয়নে সেমিনার

প্রকাশিত: ০৪:২৪, ২৬ জুন ২০১৮

বেদে জনগোষ্ঠীর উন্নয়নে সেমিনার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ জুন ॥ শেরপুরে ‘বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী ও নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল প্রমুখ। স্কুলব্যাগে ছোরা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৫ জুন ॥ নাটোর সদর উপজেলার পাইকেরদোল এসসি উচ্চ বিদ্যালয়ের শিহাব (১৪) নামে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রের ব্যাগ থেকে দুইটি দেশীয় ছোরা উদ্ধার করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। সোমবার দুপুরে দুটি ছোরা উদ্ধারের পর একটি সালিশ বৈঠক বসিয়ে বন্ড সই নিয়ে ওই ছাত্রকে অভিভাবকের কাছে হস্তান্তর করে কমিটি। জানা গেছে, সোমবার দুপুরে সদর উপজেলার পাইকেরদোল এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান ৮ম শ্রেণীর সমাজ বিজ্ঞানের ক্লাস নিতে যান। কিন্তু তিনি ক্লাসে গিয়ে দেখেন, বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের ব্যাগ রেখে বাইরে অবস্থান করছেন। পরে তিনি অনুপস্থিত ছাত্রদের ব্যাগগুলো সংগ্রহ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিকট হস্তান্তর করেন।
×