ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৪, ২৬ জুন ২০১৮

কিশোরগঞ্জে সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৫ জুন ॥ সদরের যশোদলে সন্ত্রাস ও ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বীর দামপাড়া সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বীর দামপাড়া, নয়াপাড়া ও শেহরা গ্রামের শত শত মানুষ অংশ নেয়। এ সময় গ্রামবাসীরা অভিযোগ করেন, বীর দামপাড়া রঙার ব্রিজের কাছে প্রায়ই ডাকাতি সংঘটিত হয়। চিহ্নিত একটি চক্র এসব ডাকাতি ও সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত থাকলেও পুলিশ কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফলে এলাকাবাসী এদের হাতে প্রায় জিম্মি হয়ে আছেন। এ চক্রটিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এ সময় বক্তৃতা করেন দেলোয়ার হোসাইন, আব্দুর রউফ রুবেল, বুলবুল ইসলাম, আব্দুল আউয়াল, ইমরান হাসান একশন প্রমুখ। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নিখোঁজের ২ দিন পর মেঘনা থেকে লঞ্চ শ্রমিকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৫ জুন ॥ মেঘনা নদীতে লঞ্চের পাখায় পেঁচানো জেলেদের জাল সরাতে গিয়ে নিখোঁজ লঞ্চ শ্রমিক (গ্রিজার) সেলিম মিয়া (৩৫) এর মরদেহ ২ দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার সকাল ১০টায় নৌথানা পুলিশ চাঁদপুর নতুন বিকল্প লঞ্চঘাট এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত সেলিম মিয়ার ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গিলাবাদ গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। তিনি ২ সন্তানের জনক। এর আগে শনিবার বিকেল ৪ টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে অবস্থানরত গজারিয়া শিপিং কর্পোরেশন এর মালিকানাধীন এমভি ইমাম হাসান-২ লঞ্চের পাখার জাল সরাতে গিয়ে সেলিম মিয়া নিখোঁজ হন।
×