ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক আলাউদ্দিন হত্যা মামলা দ্রুত শেষ করার দাবি

প্রকাশিত: ০৪:২৪, ২৬ জুন ২০১৮

সাংবাদিক আলাউদ্দিন হত্যা মামলা দ্রুত শেষ করার দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক মুক্তিযোদ্ধা শহীদ সাংবাদিক স. ম. আলাউদ্দিন হত্যা মামলার দ্রুতবিচার সম্পন্নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, অধ্যাপক আনিসুর রহিম, দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই- এলাহী, কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপী, কাজী শওকাত হোসেন, সেলিম রেজা মুকুল ও অসীম বরণ চক্রবর্তী, আব্দুল বারী প্রমুখ । মানববন্ধনে বক্তারা বলেন ২২ বছর অতিবাহিত হলেও শহীদ সাংবাদিক স.ম. আলাউদ্দিন হত্যার বিচার হয়নি। মামলাটি বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। বক্তারা অবিলম্বে মামলটি দ্রুত নিষ্পত্তি করার জন্য আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় তিনি ঘাতকের গুলিতে নিহত হন। নান্দাইলের পাঁচ গরু ভস্মীভূত সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৫ জুন ॥ উপজেলায় গাংগাইল ইউনিয়নে অগ্নিকা-ে এক কৃষকের ৫টি গরু পুড়ে গেছে। সোমবার ভোররাতে সুন্দাইল গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র কৃষক আব্দুল হামিদের গোয়াল ঘরে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার ভোরে হঠাৎ ওই গ্রামে গিয়াস উদ্দিনের গোয়াল ঘরে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়া ও গরুর চিৎকারে এলাকার লোকজনের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তারা গোয়াল ঘরে আগুন দেখতে পায়। ততক্ষণে আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
×