ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় নকল ওষুধ তৈরির উপকরণ জব্দ ॥ আটক ২

প্রকাশিত: ০৪:২৪, ২৬ জুন ২০১৮

গাইবান্ধায় নকল ওষুধ তৈরির উপকরণ জব্দ ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা , ২৫ জুন, গাইবান্ধা ॥ সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মশিউর রহমান মজিদের বাড়িতে গড়ে ওঠা ভেজাল ও নকল ওষুধ তৈরির কারখানার খবর পেয়ে পুলিশ রবিবার রাতে অভিযান চালায়। অভিযানে পুলিশ কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল হোমিও ওষুধ এবং ওষুধ তৈরির উপকরণ জব্দ করে। এসময় ভেজাল ওষুধ উৎপাদনকারী মশিউর রহমান মজিদ পালিয়ে গেলেও তার স্ত্রী শেফালী বেগম ও ছেলে মেহেদী হাসানকে আটক করা হয়। পুলিশ জানায়, মজিদ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন হোমিও ওষুধ তৈরি করে আসছিল। মজিদ কেমিস্ট বা ড্রাগ লাইসেন্স ছাড়াই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ ব্যবহার করে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের জন্য ভেজাল হোমিও ওষুধ বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত করেন। গোপন খবরে একদল পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ড্রাগ সুপার ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে শিশুদের খাবার রুচিবর্ধক হোমিও ওষুধ কালোমেঘের মোড়ক, ভেজাল ও নকল হোমিও ওষুধ এবং ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
×