ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাটোরে গির্জার মেরী মূর্তি ভাংচুর

প্রকাশিত: ০৪:২৩, ২৬ জুন ২০১৮

নাটোরে গির্জার মেরী মূর্তি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৫ জুন ॥ সদর উপজেলার মাঝদিঘা শিবপুর ক্যাথলিক গির্জার মেরী মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা বাইবেলসহ দুটি বইও সরিয়ে ফেলে। সোমবার সকালে গির্জার পাশের একটি খড়ির গাদার নিচে লুকিয়ে রাখা অবস্থায় তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ দুপুরে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পার্শ্ববর্তী একটি পুকুর থেকে বাইবেলসহ দুটি বইও উদ্ধার করা হয়। খবর পেয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও মাজদিঘা গ্রামের ক্যাথলিক গির্জার পাশের খড়ির মালিক সুরমনি মারডি বলেন, সোমবার সকাল ৯টার দিকে সেই খড়ি শুকাতে গিয়ে সেখানে গিয়ে পালার নিচে মূর্তিটি পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন। এদিকে গির্জার অদূরের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে আজিম উদ্দিন নামে এক ব্যক্তি বাইবেলসহ দুইটি বই দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে বেলা ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা মূর্তি ও বাইবেলসহ বই দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
×