ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের মারধর ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২২, ২৬ জুন ২০১৮

পোশাক শ্রমিকদের মারধর ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার শিবু মার্কেট এলাকার সাকুরা পোশাক কারখানায় সোমবারও শ্রমিক অন্তোষ সৃষ্টি হয়েছে। সকালে বেতন ভাতাসহ নানা দাবিতে আন্দোলন করা শ্রমিকদের মারধর করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে শ্রমিকরা। সোমবার সকালে তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শ্রমিকরা জানান, সোমবার সকালে কাজে যোগ দিলে সাকুরা গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন আন্দোলন করা শ্রমিকদের খুঁজে বের করে মারধর করে। এ সময় তারা কয়েকজন শ্রমিককে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। মারধরের শিকার হয়েছেন সজীব, রিনা বেগম, সাবিনা, মাসুদা, খোকন মণ্ডল ও হনুফা বেগম। এদের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ শরফুদ্দীন জানান, সাকুরা গার্মেন্টস প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়। সোমবার ছাঁটাই করার কয়েকজন কারখানায় গেলে শ্রমিকদের মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। কোন সড়ক অবরোধ সৃষ্টি করা হয়নি।
×