ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন বছর ধরে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত

প্রকাশিত: ০৪:১৩, ২৬ জুন ২০১৮

তিন বছর ধরে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিগত তিন বছর ধরে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হলেও স্থির থাকেনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বেসরকারী গবেষণা সংস্থা সিপিডির হিসাবে, এই সময়ে মূল্যস্ফীতি বেড়েছে ১৮ শতাংশের বেশি। এই প্রেক্ষাপটে বিভিন্ন চেম্বার ও গবেষণা সংস্থার পক্ষ থেকে আগামী অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি থাকলেও প্রস্তাবিত বাজেটে তা পরিবর্তন হয়নি। সীমিত আয়ের মানুষের ওপর করের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা পুনর্বিবেচনার দাবি করদাতাদের। সরকারি হিসাবে বেড়েছে জনগণের মাথাপিছু আয়, রয়েছে সহনশীল পর্যায়ে মূল্যস্ফীতিও। তবে সাধারণ মানুষের অভিযোগ বছর না ঘুরতেই গ্যাস, বিদ্যুত-পানির বিলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বাড়িভাড়া, পরিবহন খরচসহ জীবনযাপনের আনুষঙ্গিক ব্যয়। তাই আয় বাড়ার হিসেবের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে কষ্ট হয় সাধারণ করদাতাদের। এক্ষেত্রে বাড়তি কোন সুযোগ-সুবিধা না থাকায় বেসরকারী চাকরিজীবীরা সমস্যায় পড়েন বেশি। এ অবস্থায় চতুর্থবারের মতো ২০১৮-১৯ অর্থবছরের বাজেটেও করমুক্ত আয় সীমা না বাড়ায় হতাশ কম আয়ের করদাতারা। একজন বলেন, তিনজনের সংসারে ব্যয়ভার বহন করে কর দেয়া কষ্টকর। বেসরকারী গবেষণা সংস্থার সিপিডির পর্যবেক্ষণে, মূল্যস্ফীতির কারণে বেশ চাপে আছেন সীমিত আয়ের করদাতারা। তাই রাজস্ব আয় বাড়াতে বেশি আয়ের করদাতাদের দিকে নজর দেয়া উচিত। একই দাবি ব্যবসায়ীদেরও। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, উপরের দিকের ১০ ভাগ মানুষের কাছে প্রায় ৩৫ শতাংশ সম্পদ রয়েছে। সেই হিসাবটি নিলেও এদের কন্ট্রিবিউশন সাড়ে তিন শতাংশ হওয়ার কথা ছিল। এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, যেভাবে জীবন যাত্রার মান বাড়ছে সেখানে আজকের দিনে ৫ লাখ হওয়ার কথা সেখানে আমরা ৩ লাখ টাকা প্রস্তাব করেছিলাম।
×