ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে বের করে দিন ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৩:৫৪, ২৬ জুন ২০১৮

অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে বের করে দিন ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক টুইট বার্তায় আদালতের কোন ব্যবস্থা নেয়ার আগেই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার আহ্বান জনিয়েছেন। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘যখন কোন কেউ আসবে, আদালতের শরণাপন্ন হওয়ার আগেই আমরা তাদের সঙ্গে সঙ্গেই বের করে দেব।’ দেশ-বিদেশে তীব্র সমলোচনার মুখে অবৈধ অভিবাসী বাবা-মায়ের কাছ থেকে তাদের শিশুদের পৃথক করার নীতি বতিল করার কয়েক দিন পর ট্রাম্প টুইট বার্তায় এ কথা জানালেন। গত মে ও জুন মাসে ২ হাজার ৩শ’ শিশুরও বেশি শিশুকে তাদের বাবা-মা থেকে পৃথক কর হয়। খবর বিবিসির। প্রেসিডেন্ট ট্রাম্প অর্থনৈতিক অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের মধ্যে কোন পার্থক্য করেননি। টুইটারে এসব লেখায় ট্রাম্প রিপাবলিকান পার্টিসহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কড়া সমালোচনার মুখে পড়েন। এর আগে যখন ট্রাম্প বলেছিলেন, শরণার্থীরা ‘আমাদের দেশের জন্য হুমকি, তখন রিপাবলিকান কংগ্রেসওম্যান ইলেনা রোস-লেথিনিন ট্রাম্পকে টুইট করেন, ‘ভিত্তিহীন বাগাড়ম্বরপূর্ণ উক্তি বিপজ্জনক’ ও যারা উন্নত জীবনের সন্ধান করছেন, তাদের প্রতি অমানবিক আচরণ করা। মার্কিন শরণার্থী বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, গত ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২শ’ ৬ জন বাবা-মা থেকে ২ হজার ৩শ’ ৪২ শিশুকে পৃথক করা হয়। পরে চলতি মাসের ২০ তারিখে ওই নীতি থেকে সরে আসেন ট্রাম্প ও পরিবার পৃথক করার প্রক্রিয়াকে বন্ধ করতে একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করেন। সে সময় ট্রাম্প বলেন, ‘শরণার্থী পরিবারগুলোর পৃথক হওয়ার দৃশ্য বা অনুভূতি আমার পছন্দ হয়নি।’ ট্রাম্পের ওই নির্দেশটি অভিবাসী শিশুদের দীর্ঘকালীন আটক রাখার (তাদের পিতামাতার সঙ্গে যা হয়) অনুমতি দেয়। দেশ-বিদেশে জনসাধারণের সমালোচনা ও চপের মুখে পড়ে ট্রাম্প বাবা-মায়ের কাছ থেকে শিশুদের পৃথক করার অভিবাসন নীতি নমনীয় করতে বাধ্য হন। এরপরও তিনি তার দাবি করেছেন, যুক্তরষ্ট্রের বর্তমান আইনকানুন দেখে বাকি বিশ্বের লোকেরা হাসি-ঠাট্টা করে। টুইট বার্তায় ট্রাম্প জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টারত যাকেই পাওয়া যাক না কেন, আইনী ঝমেলার আগেই তাদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠিয়ে দেয়া হবে।
×