ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সান্তাহারে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০২:৪৪, ২৫ জুন ২০১৮

সান্তাহারে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ চলমান মাদক বিরোধী অভিযানে রবিবার রাতে ও সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ফাঁড়ী পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পৃথক অভিযানে দুই নারী সহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। উদ্ধার হয়েছে ১২০ পুড়িয়া হেরোইন ও বেশ কিছু পরিমান গাঁজা। এব্যাপারে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন সার্কেলের পরিদর্শক শামছুল আলম রবিবার রাতে অভিযান চালিয়ে সান্তাহার শহরের চাবাগান মহল্লার বাদশা খাঁনের ছেলে আব্দুর রহিম খানকে হেরোইন বিক্রির সময় গ্রেফতার করে। তার নিকট থেকে মেলে ২০ পুড়িয়া হেরোইন। এর পর একই মহল্লার মিনহাজ হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে তার স্ত্রী জুলি বেগমের নিকট থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার সহ তাকে গ্রেফতার করেন। অপরদিকে সোমবার দুপুরে সান্তাহার পুলিশ ফাঁড়ী ইনচার্জ পরিদর্শক মুসা মিয়া অভিযান চালিয়ে সান্তাহার আহসানউল্ল্যা কলেজের সামনের রাস্তা থেকে কলসা (কোচকুড়ি) মহল্লার সামাদ হোসেনের ছেলে মাসুদ রানা ও ওছমান আলীর ছেলে শাহজাহানকে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এছাড়া মাদক মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা মুলে আরেক নারী মাদক ব্যবসায়ী আসমা বেগমকে গ্রেফতার করে।
×