ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্র করে সম্ভাবনা বাঁচিয়ে রাখল সেনেগাল জাপান

প্রকাশিত: ০৭:৪৬, ২৫ জুন ২০১৮

ড্র করে সম্ভাবনা বাঁচিয়ে রাখল সেনেগাল জাপান

স্পোর্টস রিপোর্টার ॥ যে কোন দল জয় পেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার ক্ষেত্রে অনেকখানিই এগিয়ে যেত। কিন্তু রবিবার ‘এইচ’ গ্রুপে ইয়েকাতেরিনবার্গের সেন্ট্রাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছে প্রথম ম্যাচে জয় তুলে নেয়া সেনেগাল ও জাপান। দুইবার এগিয়ে থেকেও সেটা ধরে রাখতে পারেনি আফ্রিকার দল সেনেগাল। দুইবারই গোল করে সমতা ফেরে এশিয়ার দেশ জাপান। এ ড্রয়ের ফলে ২ ম্যাচ খেলে উভয় দলের পয়েন্ট এখন ৪। গোল ব্যবধানও সমান থাকায় যৌথভাবে শীর্ষে আছে দু’দলই। ম্যাচ শুরুর পর মনে হচ্ছিল সেনেগাল শক্তিমত্তায় বেশ এগিয়ে। দৈহিক গড়ন ও খেলায় সেটার ছাপ ফুটে উঠেছিল। বারবারই সংঘবদ্ধ আক্রমণ রচনা করেছে তারা। সে কারণে গোল পেতেও দেরি হয়নি তাদের। ১১ মিনিটেই ইউসুফ সাবালির জোরালো শট প্রতিহত করেছিলেন জাপানের গোলরক্ষক এইজি কাওয়াশিমা। কিন্তু ছোট ডি-বক্সে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা সাদিও মানের হাঁটুতে বল লেগে তা জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় সেনেগাল (১-০)। দুর্ভাগ্যজনকভাবে গোল হজম করার পর জাপান তা পরিশোধে মরিয়া হয়ে ওঠে। ৩৪ মিনিটেই সুফল পায় তারা। নাগাতোমোর পাস থেকে বল পেয়ে তা সেনেগালের জালে প্রবেশ করান তাকাশি ইনুই (১-১)। প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চালিয়ে যায়। তবে কোন দলই সুফল আদায় করতে পারছিল না। অবশেষে ৭১ মিনিটে আবারও এগিয়ে যায় সেনেগাল। নিয়াংয়ের ব্যাকহিলে দেয়া বল সৌভাগ্যক্রমে পেয়ে যান মুসা ওয়াগুই। তিনি তীব্র শটে লক্ষ্যভেদ করলে ২-১ গোলে এগিয়ে যায় সেনেগাল। জয়ের স্বপ্নে বিভোর আফ্রিকান দেশটির উৎসবের রেশ কাটতে না কাটতেই আবার সমতায় ফেরে জাপান। ৭৮ মিনিটে ওসাকোর ক্রসটা ধরতে পারেননি শিনজি ওকাজাকি। কিন্তু লাইনেই ছিলেন কেউসুকি হোন্ডা। তিনি আর ভুল করেননি, বল সেনেগালের জালে পাঠিয়ে দেন (২-২)। শেষ পর্যন্ত আর কোন গোল পায়নি উভয় দল, উৎসাহ দেখায়নি তারা। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে। জাপান নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার সঙ্গে জিতেছিল ২-১ গোলে। ধরতে গেলে ১০ জনের কলম্বিয়ার সঙ্গে জিতেছিল। শুরুতেই ৩ মিনিটের সময় কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজ লাল কার্ড পেয়ে গিয়েছিলেন। সেই সুযোগ নিয়ে শেষ পর্যন্ত জিতে গিয়েছিল জাপান। তবে সেনেগাল এবার বিশ্বকাপে দুর্দান্ত খেলা দেখাচ্ছে। খেলোয়াড় গতি সবার মনে ধরেছে। দলটি প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে। একটি গোল অবশ্য আত্মঘাতী পেয়ে গিয়েছিল তারা। তারপরও অসাধারণ খেলেছে। বিশ্বকাপে জাপান ১৯৯৮ সালে প্রথমবার খেলে। সেই থেকে এ পর্যন্ত ছয়বার অংশ নেয়। ২০০২ সালে জাপানও স্বাগতিক থাকে। তখন ‘শেষ ষোলো’তে খেলে। এরপর ২০১০ সালে ‘শেষ ষোলো’তে উঠে। এছাড়া প্রতিবারই গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জাপান। সেনেগাল ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপানে হওয়া বিশ্বকাপে প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবার দ্বিতীয়বারের মতো খেলছে সেনেগাল। এখন পর্যন্ত দারুণ নৈপুণ্য দেখিয়ে স্বপ্ন দেখছে দ্বিতীয় রাউন্ডের।
×