ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঙ্কটে সিরিয়ার বিদ্রোহীরা ॥ সিরিয়া ও রাশিয়ার অভিযান

মার্কিন সামরিক সহায়তা বন্ধ

প্রকাশিত: ০৫:৫০, ২৫ জুন ২০১৮

মার্কিন সামরিক সহায়তা বন্ধ

যুক্তরাষ্ট্র সিরীয় বিদ্রোহীদের সতর্ক করে দিয়ে বলেছে, তাদের সামরিক সহায়তা আশা করা উচিত নয়। রবিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় দারা ও সাওদা লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র এ কথা বলে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই অঞ্চলগুলোতে প্রায় এক বছর ধরে অস্ত্রবিরতি বজায় আছে। ধারণা করা হচ্ছে সরকারী বাহিনী এখন বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযানের জন্য তৈরি হচ্ছে।- গার্ডিয়ান ও এএফপি। বিদ্রোহী নিয়ন্ত্রিত দারা ও সাওদার ভৌগলিক অবস্থান কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ। জর্দান সীমান্তের নিকটবর্তী শহরগুলোর অবস্থান ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছে। ফ্রি সিরিয়ান আর্মির শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো ওয়াশিংটনের ওই বার্তায় বলা হয়েছে, আমরা আপনাদের সামরিক সহায়তা করব এই ধারণার ওপর ভিত্তি করে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না। শাসক বাশার আল আসাদের অনুগত বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যারেল বোমা ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে। এর ফলে বাধার মুখে পড়েছে সিরিয়া ইস্যুতে রুশ-মার্কিন উদ্যোগ। রাজধানী দামেস্কের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার পর সিরীয় বাহিনী গত সপ্তাহে অধিকৃত অঞ্চলগুলোর দিকে দৃষ্টি দিয়েছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে তারা দক্ষিণের সীমান্তবর্তী অঞ্চলে অভিযান শুরু করে। আসাদ ও তার মিত্র রাশিয়াকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে সতর্ক করে দিয়ে বলেছে গত বছর সেখানে অস্ত্রবিরতি কার্যকরের সেখানকার পরিস্থিতি শান্ত আছে। এ অবস্থায় যে কোন ধরনের সামরিক অভিযান চালালে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতৈক্যে ওই অস্ত্রবিরতি হয়েছিল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি শুক্রবার বলেছেন, সিরিয়ায় সামরিক অভিযান ‘অস্ত্রবিরতির স্পষ্ট লঙ্ঘন’। সিরিয়া পরিস্থিতির আরও অবনতি ঘটলে রাশিয়াকে তার চূড়ান্ত দায় নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। নিকি হ্যালির শক্ত ভাষায় দেয়া ওই বিবৃতি সিরিয়ায় পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের মার্কিন সহায়তা পাওয়ার বিষয়ে আশান্বিত করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বক্তব্য তাদের নিঃসন্দেহে আশাহত করবে। এই বিবৃতি কয়েক দিন ধরে চলা সামরিক অভিযানের মুখে তাদের একাকী অবস্থায় ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার এটি উপলব্ধি করে যে আপনারা এক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। আমরা একই সঙ্গে অস্ত্রবিরতি লঙ্ঘন করে সামরিক পদক্ষেপ না নেয়ার জন্য সিরিয়া ও রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি। স্পষ্টতই রুশ সেনাবহিনী মার্কিন আহ্বানে সাড়া দেয়নি। দারায় রুশ সামরিক বাহিনী এরই মধ্যে ২৫ বার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার পশ্চিম উপকূলীয় লাতাকিয়ায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে ফাইটার জেটগুলো সেখানে হামলা চালিয়েছে। আসাদ বাহিনী সেখানে কামান দিয়ে তোপ দেগেছে। তবে বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলের দিকে রাশিয়া সামরিক অভিযান চালায়নি। লন্ডন ভিত্তিক মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রাহমান বলেছেন, গত বছর সম্পাদিত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে রুশ বাহিনী দারার পূর্বাঞ্চলীয় পল্লী এলাকায় ভারি বিমান হামলা চালিেেছ। হামলার খবর দিলেও এর ফলে তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতির খবর দেয়নি মানবাধিকার গ্রুপটি। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলে সংঘাত মুক্ত অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে গত বছর জুলাইতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জর্দানের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়েছিল। এরপর সেখানে বড় ধরনের কোন সংঘাতের খবর পাওয়া যায়নি। ২০১৫ সাল থেকে রাশিয়া সিরিয়ায় সামরিকভাবে সক্রিয় আছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলে প্রায় সাড়ে ৭ লাখ মানুষের জীবন এখন ঝুঁকির মুখে আছে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে।
×