ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লেবার পার্টি সরকার

প্রকাশিত: ০৫:৪৯, ২৫ জুন ২০১৮

  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লেবার পার্টি সরকার

জেরেমি করবিন বলেছেন, ব্রিটেন লেবার পার্টির সরকারে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে শীঘ্রই স্বীকৃতি দেবে। দলের নেতা করবিন বলেন, লেবার পার্টি একটি সাধারণ নির্বাচনে জয়লাভ করলে তিনি খুব একটা বিলম্ব না করে ইসরাইলী-ফিলিস্তিনী সংঘাত অবসানের জন্য মূল ‘দুই রাষ্ট্র’ সমাধানে উদ্যোগ নেবেন। খবর ইনডিপেনডেন্ট অনলাইনের। করবিন ২০১৫ সালে লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর ইউরোপের বাইরে তার প্রথম আন্তর্জাতিক সফরে এসে জর্দানে বক্তব্য রাখছিলেন। একটি প্রচার অভিযান গ্রুপ বলেছে, যুক্তরাজ্য সরকার ইসরাইলী যুদ্ধাপরাধে জড়িত। গ্রুপ বলেছে, তারা আরব-ইসরাইলী যুদ্ধের সময় ছিন্নমূল ফিলিস্তিনীদের কয়েক দশক আগের একটি শিবির জেরেমির পরিদর্শনে অন্তর্ভুক্ত করেছে। করবিন বলেন, আমি মনে করি, ফিলিস্তিনী জনগণের একটি নিজস্ব রাষ্ট্রের অধিকারের প্রতি একটি স্বীকৃতি আসা উচিত। লেবার পার্টি হিসেবে আমরা বলেছি, জাতিসংঘের অংশ হিসেবে সম্পূর্ণ রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি দেব। তিনি শনিবার প্রায় ১ লাখ ফিলিস্তিনীদের বাসস্থান আল বাকায়া শরণার্থী শিবির পরিদর্শনের আগে টুইটে বলেন, পরবর্তী লেবার সরকার ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে মূল ‘দুই রাষ্ট্র’ সমাধানে এক পদক্ষেপ হিসেবে একটি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। করবিন ফিলিস্তিনীদের প্রতি ইসরাইলী সরকারের কর্মকা-ের সমালোচনায় মুখর এবং এর আগে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে একটি ফিলিস্তিনী রাষ্ট্রের জন্য একপাক্ষিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরাইল ১৯৬৯ সালের যুদ্ধে এ অঞ্চলগুলো দখল করে নেয়।
×