ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হালদায় দূষণ রোধে ম্যাক পেপার মিল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৫:৩৩, ২৫ জুন ২০১৮

 হালদায় দূষণ  রোধে ম্যাক  পেপার মিল  বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রের জন্য বিখ্যাত চট্টগ্রামের হালদা নদীর দূষণ ঠেকাতে একটি পেপার ও বোর্ড মিল সাময়িক বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদফতর। নগরীর অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থিত ম্যাক পেপার এ্যান্ড বোর্ড মিলস নামের এ প্রতিষ্ঠানটিকে রবিবার সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়। পরিবেশ অধিদফতর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ দূষণের অপরাধে বিভিন্ন সময়ে এ প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৯ লাখ ৪ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানাটির অপরিশোধিত তরল বর্জ্যে হালদা দূষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানটিকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশও দেয়া হয়েছিল। কিন্তু এই স্থানান্তর করতে না পারায় ইটিপি স্থাপনের সিদ্ধান্ত দেয়া হলেও তা প্রতিপালিত হয়নি। কারখানা কর্তৃপক্ষ মৌখিকভাবে আরও সময়ের প্রয়োজন বলে পরিবেশ অধিদফতরের কাছে আবেদন জানায়। কিন্তু অধিদফতর আর সময় দিতে রাজি নয়। পরিবেশ আইনের ধারায় ইটিপি নির্মাণ ও ছাড়পত্র না নেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণার নির্দেশ প্রদান করা হয়।
×