ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সিটি নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোন মেসেজ নেই’

প্রকাশিত: ০৫:০৭, ২৫ জুন ২০১৮

 ‘সিটি নির্বাচন নিয়ে  সরকারের পক্ষ  থেকে কোন  মেসেজ নেই’

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে যাকে খুশি তাকে ভোট দেবেন ভোটাররা। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোন মেসেজ নেই। তবে নির্বাচনে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবেন তাকেই ভোট দেবেন ভোটাররা। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে এটাই সরকারের প্রত্যাশা। তিনি রবিবার গাজীপুরের সফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এ্যাডজুটেন্ট, সহকারী সার্কেল এ্যাডজুটেন্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নবনিযুক্ত ১৯১ জনের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে নিয়োগপ্রাপ্তদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের অভিবাদনগ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন । আনসার ও ভিডিপি কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার সদস্যরা সংসদ নির্বাচনে প্রত্যন্ত অঞ্চলে সব সময় দায়িত্ব পালন করে থাকেন। আগামী নির্বাচনেও আনসার সদস্যদের গুরুদায়িত্ব থাকবে। সে লক্ষ্যে আনসার সদস্যদের পস্তুত করা হচ্ছে।
×