ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৮ অতিরিক্ত বিচারপতিকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৫৪, ২৫ জুন ২০১৮

 ১৮ অতিরিক্ত বিচারপতিকে  সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্ট বিভাগে সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ও এ্যাটর্নি জেনারেল কার্যালয়। রবিবার বিচারপতিদের আদালত কক্ষে সংবর্ধনা দেয়া হয়। প্রথা অনুযায়ী নতুন বিচারপতি বা বিদায়ী বিচারপতিকে সমিতি ও এ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়ে থাকে। সমিতির পক্ষে সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও এ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষে মাহবুবে আলম সংবর্ধনায় বক্তব্য রাখেন। গত ৩০ মে ১৮ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। পরদিন ৩১ মে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে গত ১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সুপ্রীমকোর্র্টে অবকাশ থাকায় এতদিন তাদের সংবর্ধনা দেয়া সম্ভব হয়নি।
×