ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মতিঝিলে মাদক বিরোধী অভিযানে ৫৯ জন আটক

প্রকাশিত: ০৪:৫৪, ২৫ জুন ২০১৮

 মতিঝিলে মাদক বিরোধী অভিযানে ৫৯ জন আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মতিঝিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ৪৬২ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে মুগদা, খিলগাঁও, পল্টন ও মতিঝিল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সংশ্লিষ্ট থানা পুলিশ, ডিবি পুলিশ, ডগ স্কোয়াড। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, ডিএমপির চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুগদা, খিলগাঁও, পল্টন ও মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দক্ষিণখান থানা ও এর আশপাশে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ডিএমপি মাদকবিরোধী টিম।
×