ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে যাত্রীর জুতা থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ জুন ২০১৮

 শাহজালালে যাত্রীর জুতা থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতা থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। আমদানি অনুমতিপত্র ও ঘোষণাপত্র ছাড়া অবৈধভাবে এসব স্বর্ণ আনায় মালয়েশিয়ান নাগরিক ওই যাত্রীকেও আটক করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। আটক যাত্রীর নাম লুই কোন হং (৩৩)। তিনি চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক। শুল্ক গোয়েন্দা এক কর্মকর্তা জানান-ওই যাত্রী শনিবার রাতে মালিন্দো এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে ঢাকায় অবতরণ করে। স্বর্ণ বহন করলে কাস্টমস কর্তৃপক্ষকে নির্দিষ্ট ফরম পূরণ করে অবহিত করার বিধান থাকলেও ওই যাত্রী ঢাকায় নেমে কোন প্রকার ঘোযণা দেননি। বরং গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হয়ে যাচ্ছিল। তবে শুল্ক গোয়েন্দার কাছে থাকা তথ্যানুযায়ী তাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার জুতা কেটে এক কেজি ওজনের ৪টি স্বর্ণবার এবং ৬টি কাটপিস উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৪৮৭ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা। আটক ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে মহাপরিচালক শহীদুল ইসলাম বলেন, সোনা আমদানির নীতি অনুমোদনের পর এ ধরনের সোনা চোরাচালান অনেকটাই রোধ হবার প্রত্যাশা করা যাচ্ছে।
×