ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে ঈদ উৎসব

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ জুন ২০১৮

ভিয়েনায় বাংলাদেশ  দূতাবাসে ঈদ  উৎসব

সংবাদদাতা, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে ॥ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনায় গত ২৩ জুন বিকেলে ‘ঈদ উৎসব ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। ভিয়েনার হউফসাইলর বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত ঈদ উৎসবটি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন। এছাড়া প্রবাসী বাঙালীদের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিলেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মিজানুর রহমান খান, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার কর্মকর্তা ড. মোঃ সামসুদ্দিন, সাবেক কর্মকর্তা ড. শহীদ হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রহী দাস সাহা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, দফতর সম্পাদক ইমরুল কায়েস, বাউল শিল্পী আবুল কালাম, ইয়াসিম মিয়া বাবু, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামান, অনারারি কাউন্সেলর মি. ভলফগাং উননিনগার, দূতাবাসের কর্মকর্তা জুবায়দুল হক চৌধুরী ও মাহাবুবুল আলম প্রমুখ। অস্ট্রিয়ায় বাংলাদেশী কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই উৎসবে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
×