ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সরকার নারী ও শিশুকে বেশি প্রাধান্য দিচ্ছে ॥ চুমকি

প্রকাশিত: ০৪:৫৩, ২৫ জুন ২০১৮

 বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সরকার নারী ও শিশুকে বেশি প্রাধান্য দিচ্ছে ॥ চুমকি

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে সরকার নারী ও শিশুকে বেশি প্রাধান্য দিচ্ছে। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল করা হয়েছে এবং মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, এই জন্য আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পদার্পণ করেছে। নারীর ক্ষমতায়নের কারণেই বাংলদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। রবিবার সকালে মহিলা বিষয়ক অধিদফতরে মাল্টিপারপাস হল রুমে হবিগঞ্জ জেলার সুবিধাবঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি কর্মসূচীর সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মোঃ আতাউর রহমান, হবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং হবিগঞ্জ জেলার সুবিধা ভোগী নারী প্রতিনিধিবৃন্দ। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চা বাগান দেখতে অনেক ভাল লাগে কিন্তু যারা চা বাগান সাজিয়ে গুছিয়ে রাখে সেই চা শ্রমিকরা সভ্যতা থেকে অনেক দূরে রয়েছে। তাদের জীবন জীবিকা মানবেতর।
×