ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইয়াবা পাচারে জড়িত পাঠাও চালকসহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫২, ২৫ জুন ২০১৮

 ইয়াবা পাচারে জড়িত পাঠাও চালকসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ এবার ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধ.ানীতে পাঠাও চালকসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ১১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, ৮টি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের ইফতেখারল ইসলাম (২৫), উত্তরার ওই ভবনের কেয়ারটেকার অলি আহম্মেদ (২৪), ওষুধ কোম্পানির ইনফরমেশন অফিসার মোস্তফা কামাল এবং পাঠাও চালক রানা আহম্মেদ ওরফে রাজু (২৫)। রবিবার বেলা সাড়ে ১১টায় কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান এসব কথা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় ঢাকার মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান আনতে কক্সবাজার যেতে চায় না। মাদক ব্যবসায়ী ও ক্যারিয়ারদের চলাচলও সীমিত হয়েছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবার একটি চালান এনে ঢাকার উত্তরায় একটি ফ্ল্যাটে মজুত করেছে। এ তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ইফতেখার জানিয়েছেন, তিনি উখিয়ার একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মাদক ব্যবসার সঙ্গে জড়িত উখিয়ার স্থানীয় কিছু যুবকের বিলাসবহুল জীবনযাপন দেখে তিনিও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি নিজে মাদক ব্যবসা করার পাশাপাশি কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় যুবক ও রোহিঙ্গাদের ঢাকায় ইয়াবা নিয়ে যেতে উদ্বুদ্ধ করার কাজ করত। কক্সবাজার থেকে রাজধানীর উত্তরা ও আশপাশের মাদক ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহের কাজ নিয়ন্ত্রণ করত ইফতেখার। র‌্যাব কর্মকর্তা এমরানুল হাসান বলেন, কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে ঢাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর যোগসাজশের তথ্য পেয়েছি। তাদের নামও জেনেছি। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। পাঠাও চালকদের কয়েকজনের বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার তথ্যও আমরা পেয়েছি। ডেমরায় মোটরবাইক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ জন গ্রেফতার ॥ এদিকে রাজধানীর ডেমরায় মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ সালিম উদ্দিন আহম্মেদ ওরফে সবুজ (৩৫), মোঃ রনি (৩৫), মোঃ টিপু (২৪), বাপ্পি সরকার (২৩) ও মোঃ সালাউদ্দিন ফকির (২৩)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গাড়ি চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। শনিবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরের একটি দল তাদের গ্রেফতার করে।
×