ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চলমান উন্নয়ন প্রকল্পে সমন্বয়ের উদ্যোগ সিটি মেয়রের

প্রকাশিত: ০৪:০২, ২৫ জুন ২০১৮

 চট্টগ্রামে চলমান  উন্নয়ন প্রকল্পে  সমন্বয়ের উদ্যোগ  সিটি মেয়রের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে চলমান বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কর্মকা-ে সমন্বয়সাধনে উদ্যোগী হয়েছে সিটি কর্পোরেশন। রবিবার এ লক্ষ্যে কর্পোরেশনের সম্মেলন কক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় চলমান প্রকল্পগুলোর ধরন জানতে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সিটি মেয়র জানান, বর্তমানে প্রচুর উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। কিন্তু সমন্বয়ের ভিত্তিতে কাজগুলো না হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে জনভোগান্তিরও সৃষ্টি হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেয়র বলেন, যে সকল কাজগুলো চলছে এবং আরও যে সকল প্রকল্প হাতে নেয়া হয়েছে তার সবই সমন্বয়ের মাধ্যমে করতে হবে। যে সকল প্রকল্পে সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে সেগুলো হচ্ছে- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের গৃহীত জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প, হালদা নদীকে দূষণমুক্ত করে বাঁচানোর উদ্যোগ এবং নগরীর যানজট নিরসনে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ প্রকল্প।
×