ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুঁড়ো দুধের শুল্ক কমানোর প্রস্তাবের প্রতিবাদে যশোরে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০১, ২৫ জুন ২০১৮

 গুঁড়ো দুধের শুল্ক কমানোর প্রস্তাবের প্রতিবাদে যশোরে   মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে আমদানিকৃত গুঁড়োদুধের ওপর শুল্ক কমানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে গো-পালন সমিতি ও বাংলাদেশ ডেয়ারি ফার্মারস এ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে ভর্তুকির দাবিতে দেশীয় দুগ্ধ শিল্প রক্ষায় ছয় দফা দাবি তুলে ধরা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠন দুটির নেতা মফিজুর রহমান খান, জয়নাল আবেদীন, রিয়াজ মাহমুদ খান প্রমুখ। এ সময় বিভিন্ন ফার্মের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে প্রতি বছর প্রায় দেড় কোটি টন তরল দুধের চাহিদা রয়েছে। এই চাহিদার বিপরীতে ২০১৬-১৭ অর্থবছরে উৎপাদন হয় ৯২.৮৩ লাখ টন দুধ। এখনও ঘাটতি থাকছে ৫৭.১৭ লাখ টন। দেশে দুধ উৎপাদনে নিবন্ধিত খামার রয়েছে প্রায় ১ লাখ। এসব খামারের প্রতিটিতে ৫ থেকে ২০ জন পর্যন্ত মানুষের কর্মসংস্থান হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অঞ্চলে পরিবারভিত্তিক ছোট নিবন্ধিত খামারও রয়েছে। এসব খামারে কর্মসংস্থান হচ্ছে প্রায় ২০ লাখ মানুষের।
×