ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফলের চারা বিতরণ

প্রকাশিত: ০৩:৫৮, ২৫ জুন ২০১৮

 ফলের চারা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ জুন ॥ ফরিদপুরে ৭১জন নারীর মাঝে ঔষধি ও বিভিন্ন প্রকার ফলের চারা বিতরণ করেছে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা । রবিবার দুপুর ১২টার দিকে শহরের গোয়ালচামট রথখোলায় এলাকায় অবস্থিত এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তারের বাড়ি থেকে এ গাছের চারা বিতরণ করা হয়। ফরিদপুর পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী ওরফে সাবুল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারাগুলো নারীদের হাতে তুলে দেন । এ সময় এজাগ-এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, এজাগের কর্মী সোহেল খান, নাছিমা আক্তারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঔষধি ও ফলের চারার মধ্যে ছিল আমলকী, বয়রা, হরিতকী, সবেদা, পেয়ারা, লেবু, কামরাঙ্গা, আম, লিচু ও কদবেল।
×