ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ডাকাতের সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ০৩:৫৪, ২৫ জুন ২০১৮

গাইবান্ধায় ডাকাতের সংঘর্ষে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ জুন ॥ সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দুদল ডাকাতের সংঘর্ষে পরেশ চন্দ্র (৪৮) নামে একজন নিহত হয়েছে। সংঘর্ষের সময় পরেশের ভাই ভবেশ চন্দ্র (৪৫) গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ২টায় গাইবান্ধা সদর উপজেলার গোদারহাট ব্রিজ এলাকায় দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত পরেশ সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামের নরেশ চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পরেশ চন্দ্র ও তার ভাই ভবেশ চন্দ্রের সঙ্গে অপর ডাকাত শৈলাস চন্দ্রের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গোদারহাট ব্রিজ এলাকায় উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় শৈলাশ ও তার পক্ষের লোকজন পরেশ ও তার ভাই ভবেশকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই পরেশ মারা যায় ও ভবেশ গুরুতর আহত হয়। পরে ভবেশকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। নিহত পরেশ চন্দ্র আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল।
×