ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্নু স্টাফলার্সের দরবৃদ্ধির রেকর্ড

প্রকাশিত: ০৩:৫০, ২৫ জুন ২০১৮

মুন্নু স্টাফলার্সের দরবৃদ্ধির  রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্স বাংলাদেশে শেয়ার দরে রেকর্ড করেছে। সব কোম্পানিকে পেছনে ফেলে বর্তমানে এ কোম্পানিটির দর সবচেয়ে বেশিতে অবস্থান করছে। শেয়ারটির অস্বাভাবিক লেনদেন নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্ত কমিটি গঠনের পরের দিনই এই রেকর্ড তৈরি হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার নিয়ে জুয়াড়িরা বিএসইসিকে কোন তোয়াক্কা করে নাই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিএসইসি কমার্স ব্যাংক সিকিউরিটিজের গ্রাহকদের মুন্নু জুট স্টাফলার্সের শেয়ারের অস্বাভাবিক লেনদেন নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এরপরে স্বাভাবিকভাবেই কোম্পানিটির শেয়ার নিয়ে সাধারন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে সব কিছুকে দূরে ফেলে রবিবারও শেয়ারটির দর বেড়েছে। এক্ষেত্রে শেয়ারধারীরা বিএসইসির থেকেও শক্ত অবস্থান নিয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাটিকে তোয়াক্কা করেনি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। রবিবারের লেনদেনে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার দর ১৭২.৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৪.৭০ টাকায়। এর মাধ্যমে শেয়ারটি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪০টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। মুন্নু জুটের পরে বা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার দর রয়েছে ৩ হাজার ৪৪৯.৯০ টাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক পরিচালক বলেন, মুন্নু স্টাফলার্সের শেয়ার লেনদেনের অস্বাভাবিকতা নিয়ে বিএসইসির তদন্ত কমিটি গঠনের খবর প্রকাশের পরে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে। যাতে কোম্পানিটির শেয়ার দরে পতন হওয়াটাই প্রত্যাশিত ছিল। কিন্তু গেম্বলাররা কোম্পানিটির শেয়ারে তা হতে দেয়নি। বরং তারা বিএসইসিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। গত ৩ মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার ৭৫৫ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৬২৫ টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে শেয়ার দর বেড়েছে ২৮৭০ টাকা বা ৩৮০ শতাংশ।
×