ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩ হাজার ৯৮২ কোটি টাকা মূল্যের মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানি

প্রকাশিত: ০৩:৪৮, ২৫ জুন ২০১৮

৩ হাজার ৯৮২ কোটি টাকা মূল্যের মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, চলতি অর্থবছরের মে পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার ৯৮২ কোটি টাকা মূল্যের প্রায় ৬৩ হাজার ৭৩৪ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানি করা হয়েছে। রবিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মে পর্যন্ত বিদেশে থেকে বাংলাদেশ প্রায় ২১৫ কোটি টাকা মূল্যের প্রায় ৪২ হাজার ৭১১ টন মৎস্য আমদানি করেছে। সরকারী দলের আনোয়ারুল আজীমের (আনার) এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ মেরিন-ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প নিয়েছে। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
×