ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউটিউব থেকে আয়ের উপায় সহজ করা হয়েছে

প্রকাশিত: ০৩:৪৭, ২৫ জুন ২০১৮

ইউটিউব থেকে আয়ের উপায় সহজ করা হয়েছে

ইউটিউবে ভিডিও থেকে আয়ের উপায় আরও বেশি সহজ করা হয়েছে। ‘চ্যানেল মেম্বারশিপ’ ফিচারটির পরিধি আরও বাড়িয়েছে ইউটিউব, যার মাধ্যমে বিভিন্ন ভিডিও নির্মাতারা এবার তাদের চ্যানেলে সদস্য ফির মাধ্যমে আয় করতে পারবেন। এর আগে কেবল নির্দিষ্ট গেমিং চ্যানেলগুলোর ভিডিও দেখার জন্য মাসিক ৪.৯৯ ডলার ফি প্রযোজ্য হলেও এবার ১ লাখ সাবক্রাইবার বা তার বেশি সাবস্ক্রাইবারধারী অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোও ফি যুক্ত করতে পারবে। মাসিক এই ফি’র মাধ্যমে সদস্যরাই কেবল চ্যানেলটির এক্সক্লুসিভ ভিডিও ও লাইভ স্ট্রিমিং দেখার সুবিধা পাবে। এছাড়াও চ্যানেলটির কমিউনিটিতে তাদের প্রোফাইলে ইউনিক ব্যাজ, ইমোজি যুক্ত করতে পারবে। ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘ইউটিউব থেকে বছরে ৫০ হাজার ডলার আয়কারী ইউটিউবারের সংখ্যা সংখ্যা ৩৫ শতাংশ এবং ৫ লাখ ডলার আয়কারী ইউটিউবারের সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’ -অর্থনৈতিক রিপোর্টার
×