ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ই-জিপি ডাটা সেন্টার রক্ষণাবেক্ষণে চুক্তি

প্রকাশিত: ০৩:৪৬, ২৫ জুন ২০১৮

  ই-জিপি ডাটা সেন্টার  রক্ষণাবেক্ষণে চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ডাটা সেন্টারে সরকারি ক্রয় সংক্রান্ত ই-জিপি ডাটা সেন্টার স্থাপন বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রবিবার শেরেবাংলা নগরে সিপিইিউ-এর কনফারেন্স কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মোঃ মফিজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুধীর কিশোর চৌধুরী, আইএমইডি অতিরিক্ত সচিব একেএম বদরুল মজিদ, সিপিটিইউ মহাপরিচালক মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, বিশ^ব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. জাফরুল ইসলাম ও বিসিসি’র পরিচালক তারিক এম বরকতুল্লাহ। অনুষ্ঠানে আইএমইডি, আইসিটি বিভাগ, বিসিসি ও সিপিটিইউ এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের মাঝামাঝি সিপিটিইউ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় ডাটা সেন্টারে ই-জিপি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডাটা সেন্টার স্থাপন করেছে। যার ফলে ই-জিপি সিস্টেমের পরিচালন দক্ষতা আগের চেয়ে অনেক বেড়েছে। বিসিসি ওই ডাটা সেন্টার স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা প্রদানের মাধ্যমে সিপিটিইউকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। স্বাক্ষরিত সমঝোতার মাধ্যমে ই-জিপি ডাটা সেন্টারের নিরাপত্তা, কানেকটিভিটি, ওয়েব সার্ভিস, অবস্থাগত দায়দায়িত্ব, বিরোধ নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে উভয় পক্ষের দায়িত্ব আরও সুনির্দিষ্ট করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে স্থাপিত ই-জিপি ডাটা সেন্টার ছাড়াও সিপিটিইউ ভবনেও আরেকটি ই-জিপি ডাটা সেন্টার ব্যাক-আপ হিসেবে কাজ করছে। বিশ্বব্যাংকের সহযোগিতায় ডাইমেপ প্রকল্পের আওতায় সিপিটিইউ দেশে ই-জিপি বাস্তবায়ন করছে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তি ভিত্তিক ই-জিপি একটি দ্রুত প্রসার পাওয়া ইলেকট্রনিক সিস্টেম। উল্লেখ্য, ২০১১ সালে প্রবর্তণের পর থেকে রবিবার পর্যন্ত মোট ১ হাজার ৩১৯টি সরকারী ক্রয়কারী সংস্থার মধ্যে ১ হাজার ২২৪টিরও বেশি সংস্থা ই-জিপিতে যুক্ত হয়েছে। প্রায় ৪৬ হাজার দরপত্রদাতা এ সিস্টেমে নিবন্ধিত হয়েছে। ই-জিপি’র মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার কোটি টাকা মূল্যমানের প্রায় ১ লাখ ৯০টি দরপত্র আহ্বান করা হয়েছে।
×