ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে মারপিট করে পথচারীর টাকা ও মোবাইল ছিনতাই

প্রকাশিত: ০৩:০৮, ২৪ জুন ২০১৮

ঠাকুরগাঁওয়ে মারপিট করে পথচারীর টাকা ও মোবাইল ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার রুহিয়া রেলস্টেশনের কাছে ইউনিয়ন ভুমি অফিসের পাশে শনিবার রাত ১১ টার দিকে ছিনতাইকারীরা মতিউর রহমান (১৯) নামে এক পথচারীকে মারপিট করে নগদ ২০ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। পরে পথচারীরা আহত মতিউরকে উদ্ধার করে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত মতিউর রহমান উপজেলার ঘনিবিষ্টপুর মাটিগাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে মতিউর রহমান রুহিয়া রেল স্টেশন দিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সে রুহিয়া ইউনিয়ন ভুমি অফিসের পাশে পৌছলে লিটন নামে একজনের নেতৃত্বে ৩/৪ জনের একদল দুস্কৃতিকারী তার পথরোধ করে দাঁড়ায় এবং তাকে মারধোর করে নগদ ২০ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড মোবাইল সেট ছিনতাই করে পালিয়ে যায়। পরে পথচারীরা মতিউরকে উদ্ধার করে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কুমার সেন জানান, জখমীকে হাসপাতালে ভর্তি রয়েছে। রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, মতিউর রহমান ছিনতাইয়ের কবলে পড়ে আহত হয়। ছিনতাইকারীর নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×