ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীর মতিঝিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক

প্রকাশিত: ০২:১০, ২৪ জুন ২০১৮

রাজধানীর মতিঝিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সুত্র জানায়, রাজধানীর মতিঝিলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ৪৬২ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে মুগদা, খিলগাঁও, পল্টন ও মতিঝিল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সংশ্লিষ্ট থানা পুলিশ, ডিবি পুলিশ, ডগ স্কোয়াড। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, ডিএমপির চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুগদা, খিলগাঁও, পল্টন ও মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। এর আগেরদিন শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দক্ষিণখান থানা ও এর আশপাশ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৭জন মাদক সেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ডিএমপি মাদক বিরোধী টিম। এদিকে রবিবার ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় রাজধানীর ৪৯টি থানা বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১০৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০৬ গ্রাম ১১৭১ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৮৬০ গ্রাম গাঁজা ও ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সূত্র জানায়, শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।
×