ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রশংসিত বিটিভির ঈদ অনুষ্ঠান ‘কাটুক সময় গানে গানে’

প্রকাশিত: ০৭:৩৫, ২৪ জুন ২০১৮

প্রশংসিত বিটিভির ঈদ অনুষ্ঠান ‘কাটুক সময় গানে গানে’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভির শিক্ষা ও সমাজ সচেতনতামূলক এবং কৃষিভিত্তিক অনুষ্ঠানের বাইরে দু একটি ছাড়া বেশির ভাগ অনুষ্ঠান নিয়ে বছরব্যাপী সমালোচনা হয়। এসব অনুষ্ঠান খুব একটা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। তবে ঈদের বিশেষ আয়োজনে বেশিরভাগ অনুষ্ঠাই নান্দনিক ও সৃজনশীল হয়ে থাকে। এবারের বিটিভির ঈদ অনুষ্ঠান মালায় প্রচার হয়েছে বেশ কিছু ভাল অনুষ্ঠান। তেমনি একটি আয়োজন সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘কাটুক সময় গানে গানে’। ঈদের চতুর্থ দিন বেলা ১টায় অনুষ্ঠানটি প্রচার হয়। বেশ সাবলীল ও চমৎকার নান্দনিক এবং উপভোগ্য অনুষ্ঠান ছিল ‘কাটুক সময় গানে গানে’। অনুষ্ঠানটির বিশেষত্ব তারকা নির্ভর নয় বরং আয়োজনে ছিল সুন্দর গায়কী সম্পন্ন শিল্পীদের সাবলীল পরিবেশনা। এর মাধ্যমে শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ মিলনের গ্রন্থনা, সাবলীল ও নান্দনিক উপস্থাপনায় প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপভোগ করেছেন দর্শকরা। সুনিপুণভাবে নির্মিত অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন শাহজালাল শিমুল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী, ঝর্ণা রহমান, সোমা হক, আইনুন নাহার শিউলি, নিম্মি নাদিয়া, পাপিয়া নাজনিন পিয়া ও শাহিনা হক। অনুষ্ঠানের সবগুলো গান ছিল সফ্ট মেলোডি যেখানে তারকা শিল্পীদের নিয়ে অনুষ্ঠান নির্মাণ করে বাহবা নেয়ার প্রবণতা ছিল না। এমন একটি অনুষ্ঠান প্রচারের জন্য বিটিভি কর্তৃপক্ষ প্রশংসার দাবি রাখে। ঈদের অনুষ্ঠানগুলোতে তারা অনেকটাই দায়বদ্ধতা নিয়ে কাজ করে এটা বলা যায়। তারকা এক জিনিস আর যোগ্যতা আরেক জিনিস অনুষ্ঠানটি ছিল যোগ্যতা সম্পূর্ণ শিল্পী নির্ভর। সংশ্লিষ্টরা মনে করেন এ ধরনের প্রতিভাবান শিল্পীদের আরও বেশি সুযোগ দেয়া উচিত। তবেই দেশের সত্যিকারের শিল্পী বের হয়ে আসবে।
×