ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সহিদ রাহমানের ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘জনক ১৯৭৫’ কাহিনী চিত্রের প্রিমিয়ার-শো

প্রকাশিত: ০৭:৩৪, ২৪ জুন ২০১৮

সহিদ রাহমানের ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘জনক ১৯৭৫’ কাহিনী চিত্রের প্রিমিয়ার-শো

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেল ৫টায় জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ের ওপর নির্মিত সহিদ রাহমানের ‘মহামানবের দেশে গল্প অবলম্বনে ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘জনক ১৯৭৫’ কাহিনী চিত্র দুটির প্রিমিয়ার-শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি। মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নিউজ টোয়েন্টিফোরের অনুষ্ঠান প্রধান সামিয়া রহমান প্রমুখ। ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনীচিত্রের চিত্রনাট্য লিখেছেন সহিদ রাহমান ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, মিজানুর রহমান ও জান্নাতুল সুমাইয়া হিমি।‘জনক ১৯৭৫’ কাহিনীচিত্রের চিত্রনাট্য লিখেছেন শাহীন রেজা রাসেল ও পরিচালনা করেছেন আজাদ কালাম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, শ্যামল মাওলা, তমালিকা কর্মকার, মিজানুর রহমান ও নাফা। বঙ্গবন্ধু হত্যাকা-ের ওপর নির্মিত ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনীচিত্রে দেখা যায় বৃক্ষরাজিশোভিত সবুজ-শ্যাম কোনো এক গ্রাম। শ্রাবণের সকালে ঘুম ভাঙে স্থানীয় স্কুল শিক্ষকের। ঘুম থেকে উঠে শিক্ষক চলে যান চায়ের দোকানে। চা পান করতে করতে দোকানীকে রেডিও চালু করতে বলেন। বেতারে ভয়ংকর সংবাদ শুনে চমকে যান ওই শিক্ষক। খবরে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সপরিবারে হত্যা করা হয়েছে। ক্ষমতা নিয়েছেন খন্দকার মোশতাক আহমেদ। এই সংবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক। গ্রামের সদ্য বিবাহিত তরুণ রুস্তমকে নিয়ে হত্যাকা-ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন। হত্যাকা-ের প্রতিবাদ জানিয়ে গ্রামের পথে মিছিল করে তারা। এদিকে স্থানীয় প্রশাসন মিছিল করার কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুস্তমকে ধরে নিয়ে যায় থানায়। তাকে বেধড়ক পেটানো হয়। রোধ করে দেয়া হয় প্রতিবাদী কণ্ঠস্বরগুলো। এভাবেই এগিয়েছে ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ শীর্ষক কাহিনীচিত্রের কাহিনী। বঙ্গবন্ধু হত্যাকা-ের ঘটনাকে উপজীব্য করে একই আয়োজনে প্রদর্শিত হয় ‘জনক ১৯৭৫’ শিরোনামের চলচ্চিত্র। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দুইটি চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঢাকা পদাতিক ও তিয়াসা মাল্টিমিডিয়া যৌথভাবে এ আয়োজন করে ।
×