ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক হাজার বেসামরিক বিমান কিনবে ভারত

প্রকাশিত: ০৭:২৭, ২৪ জুন ২০১৮

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক হাজার বেসামরিক বিমান কিনবে ভারত

ভারত আগামী ৭-৮ বছরে প্রায় ১ হাজার বেসামরিক বিমান কেনার প্রস্তাব দেয়ার মধ্য দিয়ে এবং তেল ও গ্যাস ক্রয় বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে। বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু গত সপ্তাহে মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। দুপক্ষই বাণিজ্য ক্ষেত্রে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনসকট এ লক্ষ্যে রবিবার নয়াদিল্লীতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করছেন। যুক্তরাষ্ট্র ইস্পাত ও এ্যালুমিনিয়াম বিষয়ে প্রথম পদক্ষেপ নেয়ার পর ভারত যুক্তরাষ্ট্রকে সম্মত করার চেষ্টা করছে যে, পারস্পরিক শুল্ক ডব্লিউটিও অনুমোদন অধিকারের একটি অংশ। পররাষ্ট্রমন্ত্রী সুসমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের মধ্যে ৬ জুলাই ওয়াশিংটনে দুই+দুই বৈঠকের আগে ভারত কিছু প্রস্তাব দেখতে আগ্রহী।
×