ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেন্টাগনের ঘোষণা

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও দুটি মহড়া বাতিল

প্রকাশিত: ০৭:২৫, ২৪ জুন ২০১৮

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও দুটি মহড়া বাতিল

পেন্টাগন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও দুটি সামরিক মহড়া বাতিল করছে। পেন্টাগণ শুক্রবার বলেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দুটি বিনিময় কর্মসূচী প্রশিক্ষণ মহড়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে সম্মতি প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে এ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের ফল হিসেবে এ উদ্যোগ নেয়া হলো। খবর গার্ডিয়ান অনলাইনের। পেন্টাগণের এক মুখপাত্র বলেছেন, ফ্রিডম গার্ডিয়ান নামে এক মহড়া এর মধ্যে স্থগিত করা হয়েছে। কিন্তু দুটি কোরীয় নৌ বিনিময় কর্মসূচী (কেএমইপি) প্রশিক্ষণ মহড়াও স্থগিত করা হলো। এ প্রশিক্ষণ মহড়া আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কেএমইপিয়ের দুটি মহড়া অনির্দিষ্ট সময় বিলম্বে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে যা আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠানের কথা ছিল। তিনি বলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া শীর্ষ বৈঠকের পর এটি হচ্ছে পরবর্তী উদ্যোগের অংশ। আরও কিছু অতিরিক্ত পদক্ষেপ নেয়া হতে পারে যেগুলো ফলপ্রসূ সহযোগিতার সঙ্গে সঙ্গতি রেখে উত্তর কোরিয়ার অনুসরণ করা উচিত হবে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ব্যাপক পর্যায়ের সামরিক মহড়া স্থগিতকরণের ঘোষণা দিতে হবে। ট্রাম্প সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি তার ভাষায় অত্যন্ত উস্কানিমূলক ও ব্যয়বহুল নিয়মিত সামরিক মহড়া বন্ধ করে দেবেন। উত্তর কোরিয়া এ যুদ্ধ খেলা অবসানের জন্য চেষ্টা করে এসেছে দীর্ঘ দিন ধরে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এ সপ্তাহের প্রথম দিকে বলেছে, তারা আগস্টের ফ্রিডম গার্ডিয়ান মহড়া স্থগিত করার পরিকল্পনা করছে। গত বছরের ফ্রিডম গার্ডিয়ান মহড়ায় ১৭ হাজার ৫শ’ আমেরিকান সৈন্য ও ৫০ হাজারের বেশি দক্ষিণ কোরীয় সৈন্য অংশ নিয়েছে। যদিও ওই মহড়া মাঠ মহড়ার চেয়ে বেশির ভাগ কম্পিউটার কেন্দ্রিক ছিল পরিচয় গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা কেএমইপি প্রশিক্ষণ মহড়া স্থগিতকরণের প্রতি ততটা গুরুত্ব না দিয়ে বলেছেন, এ মহড়াগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ।
×