ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেধাবী মুখ

প্রকাশিত: ০৭:১৬, ২৪ জুন ২০১৮

মেধাবী মুখ

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজির (কিউইউটি) ‘আউটস্টেন্ডিং ডক্টোরাল থিছিচ এ্যাওয়ার্ড’ পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের (এফএমআরটি) সহযোগী অধ্যাপক ড. মোঃ লিফাত রাহী। আগামী ২৪ জুলাই এই এ্যাওয়ার্ড গ্রহণের জন্য ড. মোঃ লিফাত রাহীকে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রফেসর পিটার মাথের এবং সিনিয়র লেকচারার ড. ডেভিড হারউডের তত্ত্বাবধানে ড. মোঃ লিফাত রাহীর পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘আন্ডারস্টেন্ডিং দ্য মলিকুলার বেসিস অফ এডাপটেশন টু ফ্রেশ ওয়াটার ইনভায়রনমেন্টস বাই প্রনস ইন দ্য জেনাস মেক্রোব্রেকিয়াম’। গত ৬ এপ্রিল কিউইউটি ডিভিশন অফ রিসার্স এ্যান্ড কোমারসিয়ালাইজেশন থেকে ড. মোঃ লিফাত রাহীকে এই সম্মানজনক এ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
×