ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে চন্দন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৭:১১, ২৪ জুন ২০১৮

যশোরে চন্দন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত অডিটর চন্দন ঘোষের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নিহত চন্দনের বন্ধুদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মাহবুবুর রহমান মজনু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুসহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় চন্দন হত্যার ঘটনা ঘটেছে। চন্দনের মতো যেন আর কেউ এমন হত্যার শিকার না হয়। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধীরা যেন ধরাছোঁয়ার বাইরে না চলে যায়। ঘাতকদের শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার দাবি জানাচ্ছি। উল্লেখ্য, ২০ জুন ভোরে ঢাকা থেকে যশোর পৌঁছে রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে দিয়ে বাসায় যাওয়ার সময় চন্দন ঘোষ ছিনতাইকারীদের কবলে পড়েন।
×