ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৭:০৯, ২৪ জুন ২০১৮

বরিশালে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ ॥ দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে রূপাতলী বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, বাস ভাংচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে শনিবারও রূপাতলী বাসস্ট্যান্ড থেকে দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বরিশাল ও ঝালকাঠী বাস মালিক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাধান হয়নি। এদিকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা জানান, অদৃশ্য শক্তির বলে বৃহস্পতিবার সকালে ঝালকাঠী বাস মালিক সমিতি বরিশালের বাস চলাচলে বাধা দেয় এবং ঝালকাঠির রায়াপুরা নামকস্থানে বরিশালের বাসগুলো আটকে দেয়। এমনকি বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাংচুর করে স্টাফদের মারধর করে। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস মালিক ও শ্রমিকরা ১৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও খুলনাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মালিক সমিতির নেতৃবৃন্দ আরও জানান, ঝালকাঠী থেকে বরিশাল মালিক সমিতির বাস চলাচল করতে দিলেই সকল রুটের বাস চলাচল স্বাভাবিক করে দেয়া হবে। ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, বরিশালের রূপাতলীস্থ বাসস্ট্যান্ডের মালিক সমিতির নেতারা অযৌক্তিকভাবে সকল রুটে যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। যেখানে ঝালকাঠী বাস মালিক সমিতি ন্যায্য হিস্যার দাবি তুলেছে সেখানে দাবি পূরণে এগিয়ে না এসে খামখেয়ালিভাবে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে।
×