ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিজিএফের চাল আত্মসাত করে পালিয়েছেন চেয়ারম্যান

প্রকাশিত: ০৭:০৬, ২৪ জুন ২০১৮

ভিজিএফের চাল আত্মসাত করে পালিয়েছেন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের পর সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়দুল ইসলাম পালিয়েছেন। তার বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সারওয়ার আলম। প্রকল্প অফিস সূত্র জানায়, গেল ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ভিজিএফের আওতায় সারিয়াকান্দি উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় ১শ’ ৫৫ দশমিক ১১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। কামালপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন গ্রামে ১ হাজার ৪শ’ ৪৪ জন হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ পায় ১৪ দশমিক ৪৪ মেঃ টন (১৪ হাজার ৪শ’ ৪৪ কেজি) চাল। নিয়ম অনুযায়ী প্রতিজন দরিদ্র পরিবার ১০ কেজি করে চাল পাওয়ার কথা। চেয়ারম্যান ঈদের প্রায় এক সপ্তাহ আগে ১১ জুন এই চাল উত্তোলন করেন। এরপর তিনি চাল বিতরণ না করে হাতে গোনা কয়েকজনকে চালের বদলে ২শ’ টাকা করে দেন। অনেকে ঈদের আগের দিনে ইউনিয়ন পরিষদে গিয়ে চাল না পেয়ে ফিরে যায়। বিষয়টি জানাজানি হলে পিআইও খোঁজখবর করে সত্যতা খুঁজে পান। এরপর তিনি চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। ঈদের পর বুধবার তিনি (পিআইও) বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ চেয়ারম্যান হেদায়দুল ইসলামকে গ্রেফতারের জন্য বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। চেয়ারম্যান এলাকা ত্যাগ করে পালিয়েছেন। সাতক্ষীরায় ডাক্তারের কার চাপায় আহত যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ টানা ১৯ দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়ে ডাক্তারের প্রাইভেটকার চাপায় গুরুতর আহত সাতক্ষীরার কৃষি ডিপ্লোমাধারী যুবক শাহীন কাদির (২২) মারা গেছে। আর এই মৃত্যুর ঘটনায় অবশেষে থানায় মামলা রেকর্ড হয়েছে। নিহতের মামা ফজলুল হক বাদী হয়ে শুক্রবার রাতে প্রাইভেটকার চালক শ্যামনগর হাসপাতালের আরএমও ডাঃ আনিসুর রহমান ও তার সফর সঙ্গী সোহরাব মোড়লের নামে থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। এর আগে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শাহিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত যুবক শাহিন কাদির শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের এসএম মুজিবর রহমানের ছেলে। সম্প্রতি সে কৃষি ডিপ্লোমা শেষ করে উচ্চ শিক্ষা গ্রহণের চেষ্টা করছিল। অপরদিকে, প্রাইভেটকার চালক ডাঃ আনিসুর রহমান একই উপজেলার হাওয়ালভাঙ্গি গ্রামের আবু দাউদ সরদারের ছেলে।
×