ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে নারীকে নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৭:০৫, ২৪ জুন ২০১৮

কটিয়াদীতে নারীকে নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ জুন ॥ জেলার কটিয়াদীতে সংখ্যালঘু নারীকে নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী রানা দাশ গুপ্ত। সংগঠনের উপজেলা সভাপতি বেনী মাধব ঘোষের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন ন্যাপের কেন্দ্রীয় নেতা পঙ্কজ ভট্টাচার্য। এছাড়াও বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট বিনয় ঘোষ, মনীন্দ্র কুমার নাথ, সুপ্রিয় ভট্টাচার্য পূরবী মজুমদার, গীতা বিশ্বাস, জেলা শাখার সভাপতি খিতিশ দেবনাথ, এ্যাডভোকেট পরিতোষ চক্রবর্তী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ প্রমুখ। উল্লেখ্য, কটিয়াদীতে বাবা-চাচা ও পুত্রের বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারের মা ও মেয়েকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে একটি স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাচ্ছে। প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে তানোরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ধর্ষণের শিকার ছাত্রীর দায়ের করা মামলার পরই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত ওই যুবকের নাম সুরজিত কুমার মানিক। সে উপজেলার কামারগাঁ ইউনিয়নের গাংঘাটি পূর্বপাড়া গ্রামের সুনিলের ছেলে। জানা গেছে, গ্রেফতার মানিকের সঙ্গে ওই ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসচ্ছিল। সেই সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্প্রতি ওই ছাত্রীকে ধর্ষণ করে মানিক। মামলার বাদী ওই ছাত্রীর বাড়িও একই গ্রামে। মামলার এজাহারে বলা হয়, সর্বশেষ শুক্রবার রাতে মানিক তার বাড়িতে ওই ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর ওই ছাত্রী বিয়ের কথা বললে ওই রাতে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরে বিষয়টি গ্রামের লোকজন টের পেয়ে মানিককে ধরে বেঁধে রেখে থানা পুলিশকে খবর দেয়।
×