ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দু’দল চোরাকারবারির গুলি বিনিময় ॥ আহত তিন

প্রকাশিত: ০৭:০৪, ২৪ জুন ২০১৮

দু’দল চোরাকারবারির গুলি বিনিময় ॥ আহত তিন

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৩ জুন ॥ দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খ-ে দু’দল চোরাকারবারির মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ চোরাকারবারি গুলিবিদ্ধ হলে তারা অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ওপার মাথাভাঙ্গা নদী সংলগ্ন ভারত ভূ-খ-ের মেঘনা এলাকার গনির মাঠে চোরাকারবারিদের মধ্যে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত সংলগ্ন জামালপুর-পাকুড়িয়া গ্রামের শীর্ষ মাদক বিক্রেতা হাবু’র নেতৃত্বে জাকাত, লাবু, নাটক, বাবুসহ ১৫-১৬ মাদক নিয়ে ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্ত এলাকার ১৪৯/৮(এস) সীমান্ত পিলার সংলগ্ন গনিরমাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার মদন, সোহান, লালু, রকিবুলসহ ১০-১২ জন সশস্ত্র চিহ্নিত মাদক চোরাকারবারি তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মাদক পাচারকারীদের লক্ষ্য করে পর পর ৩-৪ রাউন্ড গুলি ছুড়লে আসমত (৩৫), বাবু ডাং (২৮) ও মিলন (২৫) গুলিবিদ্ধ হলে তারা মাদক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হামলাকারী মাদক চোরাকারবারি চক্র ৩০০ বোতল ফেনসিডিল লুট করে নেয়। এ ঘটনায় গুলিবিদ্ধ ৩ জনের মধ্যে আসমত আলীকে আশঙ্কাজনক।
×