ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ২৫

প্রকাশিত: ০৭:০৩, ২৪ জুন ২০১৮

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের  মধ্যে সংঘর্ষ ॥ আহত ২৫

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে নীলফামারীর ডোমার উপজেলের সদর ইউনিয়নের নামাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার ম্যাচটিতে ২-০ ব্যবধানে ব্রাজিল জয়ী হওয়ার পর উপজেলার সদর ইউনিয়নের আরডিআরএস মোড় হতে বাদ্যযন্ত্রসহ ব্রাজিল সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিল নিয়ে নামাজিপাড়া এলাকা গেলে ওই এলাকার আর্জেন্টিনা সমর্থকরা মিছিলকারীদের উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজাতে নিষেধ করে। ব্রাজিল সমর্থকরা তা কর্ণপাত না করায় কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের হাতে লাঠি, রডসহ বিভিন্ন দেশী অস্ত্রসহ এই সংঘর্ষ প্রায় ঘণ্টাব্যাপী চলে। এতে উভয়পক্ষের শিশু নারীসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ডোমার হাসপাতালে শাহিনুর, আয়নাল, সাকিল, মানু, বিলকিস, ইয়ামিন, আছিয়া, ছকিনা, মশিয়ার, নাছিমা, শাহনেওয়াস, সফিকুলসহ ১২ জনকে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
×