ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে তিন শ’ কিমি সড়ক বেহাল

প্রকাশিত: ০৭:০৩, ২৪ জুন ২০১৮

বাউফলে তিন শ’ কিমি সড়ক বেহাল

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৩ জুন ॥ বাউফলের প্রায় ৩শ’ কিলোমিটার সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোর বিভিন্ন অংশে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘটছে নানা দুর্ঘটনা। জানা গেছে, কেবলমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় উপজেলার ১৫ ইউনিয়নে সাড়ে ৫শ’ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। বর্তমানে ৭০ কিলোমিটার সড়কের টেন্ডার ও নির্মাণ কাজ চলমান রয়েছে। উপজেলার কয়েকটি ইউনিয়নের সড়ক পরিদর্শন করে দেখা গেছে, নুরাইপুর খেয়াঘাট থেকে ভড়িপাশা, সিকদার বাজার থেকে কালিশুরী, কালিশুরী থেকে কনকদিয়া বাজার, কনকদিয়া বাজার থেকে বীরপাশা, আনারশিয়া, আনারকলিছিটকা মহশিন মাধ্যমিক বিদ্যালয় ও রাজাপুর গ্রাম, আমিরাবাদ গ্রামের কালেখা ব্রিজ থেকে বাজার, মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দি¦পাশা আলুলতার খাল, মধ্য যৌতা বাবুর হাট থেকে কাঠের পুল, নওমালা ১নং ওয়ার্ড বাঁধের হাট থেকে বড় ব্রিজ, একই এলাকার ৮নং ওয়ার্ডের সরদার বাড়ি এবং নওমালা নগরের হাট সড়কটির বেহাল অবস্থা । এসব সড়কের অধিকাংশ জায়গায় খানাখন্দে পরিণত হয়েছে। কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে সড়কের ভাঙ্গা অংশে কাদা-পানি জমা হয়ে থাকায় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। মারা যাচ্ছে মানুষ। প্রধান ও অভ্যন্তরীণ সড়কগুলোর এ বেহাল অবস্থায় অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন ওই সব এলাকার স্থানীয় লোকজন। ভাঙ্গা রাস্তার কারণে পণ্য পরিবহনে বাধাগ্রস্ত হচ্ছে।
×