ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি খাতের উন্নয়নে গবেষণার দিকে নজর দিতে হবে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৭:০১, ২৪ জুন ২০১৮

কৃষি খাতের উন্নয়নে গবেষণার দিকে নজর দিতে হবে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কৃষিখাতের উন্নয়নের জন্য আমাদের গবেষণার দিকে নজর দিতে হবে। সে সঙ্গে গবেষণার ফলাফল যাতে দ্রুত কৃষকদের কাছে পৌঁছতে পারে সেই পদক্ষেপ নিতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তন ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমতির উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম। সংগঠনের সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার ম-ল। অর্থমন্ত্রী বলেন, ‘কৃষি গবেষণার ফলাফল মাঠ পর্যায়ের কৃষকদের কাছে যেতে নাকি ১৬ বছর লাগে। যদি তাই হয় তাহলে এই গবেষণা কোন কাজে আসবে না। কারণ ততদিনে জলবায়ু পরিবর্তনজনিত কারণে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়। তাই আমাদের কৃষি অর্থনীতিবিদদের এমন গবেষণা করতে হবে যাতে এর ফলাফল কৃষকরা দ্রুত পেতে পারেন।’ অর্থমন্ত্রী বলেন, ‘কৃষিখাতে উন্নতি করতে হলে আমাদের আইসিটি এবং প্রযুক্তির দিকে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তির প্রথম যুগে আমরা বেশ পিছিয়ে ছিলাম। খালেদা জিয়ার আমলে প্রযুক্তির গুরুত্ব না বুঝার কারণে একে গ্রহণ করেনি। তবে বর্তমানে আমরা প্রযুক্তি ব্যবহারের দিক থেকে প্রথম সারিতে রয়েছি।’ প্রফেসর এম সাত্তার ম-ল বলেন, ‘প্রস্তাবিত বাজেট উচ্চভিলাসী নয়। দেশের অর্থনীতির আকার বাড়ায় বাজেটের আকার বেড়েছে। দেশে বড় ধরনের কোন দুর্যোগ না হলে এ বাজেট বাস্তবায়নযোগ্য।’ তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটের আকার অনুযায়ী কৃষিখাতের বরাদ্দ তেমন বাড়েনি। গত বাজেটের চেয়ে মাত্র সাড়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে কৃষিখাতে। অথচ স্থানীয় সরকার খাতে বরাদ্দ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা।’ মূল প্রবন্ধে ড. শামসুল আলম বলেন, ‘মোট দেশজ উৎপাদনের তথা জিডিপিতে কৃষির অবদান ১৪ দশমিক ১০ শতাংশ।
×